Comment

Home » » আউটসোরসিং এর কিছু প্রয়োজনীয় তথ্য

আউটসোরসিং এর কিছু প্রয়োজনীয় তথ্য

Written By Unknown on Saturday, October 20, 2012 | 2:52 PM

ভালো লিখতে পারি না , তবে মাঝে মাঝে একটু চেষ্টা করি ।পো্ষ্টটি আপনার কিঞ্চিত উপকারে আসলে আমি সাথক.  আপনাদের মাঝে এসেছি কিছু শেয়ার করবো বলে । কম্পিউটার বর্তমান সময়ের এক মহা বিস্ময় । ২০ শতকের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার এই কম্পিউটার । আমরা সবাই কমবেশি পাগল , বলতে পারেন এর প্রেমে পাগল । আর এর সাথে আছে ইন্টারনেট নামক আর এক বিস্ময় । লবণ ছাড়া যেমন কোন তরকারী চলে না , তেমনি ইন্টারনেট ছাড়া কম্পিউটার ও এক প্রকার অচল । বর্তমান যুগ চলছে যোগাযোগ এর উপর । আর এই যোগাযোগ এর অন্যতম মাধ্যম হল ইন্টারনেট । ইন্টারনেট ব্যবহার এর গুরুত্ব আমার মত অধম লিখে শেষ করতে পারব না । যারা এই ইন্টারনেট ব্যবহার করি তাঁরাই এর গুরুত্ব জানি । আজকের এই লেখায় আমি শুধু এর একটা দিকে আলোকপাত করার চেষ্টা করব । তা হল -
ইন্টারনেট এর মাধ্যমে আয় । । যে যেভাবে বলি না কেন তাঁর অর্থ দাঁড়ায় একটায় , নতুন একটা আয়ের ক্ষেত্র , নতুন পেশা ইত্যাদি । যদিও বাংলাদেশের ক্ষেত্রে এইটা খুব ই নতুন একটা ধারণা । কেননা এ দেশে ইন্টারনেট ব্যবহার করে শুধু মাত্র শহরে বসবাস করে এমন মানুষ-জন । দিন দিন এই অবস্থা অবশ্য পালটাচ্ছে । যাই হোক , আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাঁদের কাছে এই “অনলাইন এ আয়” ব্যাপার টা একটু-আধটু পরিচিত । একটু-আধটু পরিচিত এই জন্য বলছি যে , যারা জানি ভালভাবে জানি না বা অন্য কে জানাতে চাই না (রক্তে মিশে আছে এই স্বভাব)।
যাই হোক বিভিন্ন ভাবে আমরা মোটামুটি জানি যে oDesk , Vworker , Freelancer , Scriptlancer , GetAcodar এই সাইট গুলো থেকে টাকা আয় করা যায় । এই সাইট গুলোতে রেজিস্ট্রেশন করে , কাজের জন্য বিড করতে হয় । এর পর কাজ পাবেন এবং কাজ করে টাকা আয় করবেন । মনে হচ্ছে এ আর এমন কঠিন কি ? এরপরও কিন্তু কিছু একটা আছে আর তা হল কিছু “টেকনিক” । একে একে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব ।
কাজের ধরন - এখানে সব ধরনের কাজ পাওয়া যায় । এমন কোন কাজ নাই যে তা পাওয়া যায় না । নিচে কিছু ধরন দেয়া হল
১। ওয়েব সাইট ডিজাইন , ডেভেলপমেন্ট , মেইনটেনান্স ইত্যাদি ।
২। প্রোগ্রামিং এর সকল ধরনের কাজ ।
৩। ডাটাবেজ এর সকল ধরনের কাজ ।
৪। নেটওয়ার্কিং এর কাজ ।
৫। ফটোশপ এর সকল ধরনের কাজ ।
৬। ডাটা এন্ট্রি এর সকল কাজ ।
৭। ই-কমার্স এর কাজ ।
৮। ই-মার্কেটিং এর কাজ ।
৯। সফটওয়ার এর সকল ধরনের কাজ ।
১০। অফিস সহকারী এর কাজ ।
১১। লেখার কাজ ইত্যাদি ইত্যাদি । সব ধরনের কাজ যা দূর থেকে করা যায় ।
এখন এত কাজের মধ্য থেকে আপনি কাজ বাছবেন কিভাবে ? আপনার উচিৎ হবে , আপনি কোন কাজ ভালো পারেন সেই ধরনের কাজ খোঁজা । এর পর সেই কাজ এর সময় টা আপনার সাথে মিলে যায় কিনা তা দেখবেন । অর্থাৎ আপনি সময় মত করতে পারবেন কিনা সেই দিকটা খেয়াল রেখে আবেদন করবেন
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Farhad Template | Farhad Template
Copyright © 2011. 24bdn - All Rights Reserved
Template Created by Creating Website Published by Farhad Template
Proudly powered by Blogger