Comment

Home » » পেন্ড্রাইভ থেকেই এখন উইন্ডোজ ৭ অথবা ৮ সেটাপ দিন খুব সহজেই।

পেন্ড্রাইভ থেকেই এখন উইন্ডোজ ৭ অথবা ৮ সেটাপ দিন খুব সহজেই।

Written By Unknown on Saturday, October 20, 2012 | 1:25 PM

উপকরনঃ ১) একটি পেনড্রাইভ
২) উইন্ডোজ সেভেন বা এইট এর ইন্সটল ফাইল বা ডিভিডি

কাজের ধারাঃ
১। এটি করার জন্য আপনাকে অন্য একটি কম্পিউটারের সাহায্য নিতে হবে যেটিতে ডিভিডি ড্রাইভ চালু অবস্থায় আছে।যেই পেন্ড্রাইভ এর সাহায্যে উইন্ডোজ ইন্সটল করতে চান সেটিও কম্পিউটারে লাগান।এবার Start >All Programs>Accessories>Command prompt এ মাউসের রাইট বাটন ক্লিক করে “Run as Administrator ” হিসেবে চালু করুন।অথবা স্টার্ট মেনু থেকে “cmd” লিখে সার্চ দিয়ে Ctrl+shift+Enter চেপে চালু করুন।

২।এবার লিখুন DISKPART এবং লেখা হলে এন্টার বাটন চাপুন।দেখবেন ডিস্কপার্ট চালু হয়ে গেসে।
বুটেবল

এবার LIST DISK লিখে এন্টার চাপলে আপনার কম্পিউটারে মোট ড্রাইভ সমূহ এবন পেন্ড্রাইভ দেখাবে।এখানে পেন্ডড্রাইভ যত নাম্বারে থাকবে সেই নাম্বারটি খেয়াল করবেন।এটি 1 বা  2 হতে পারে।১ নাকি ২ নাম্বারে দেখাচ্ছে সেটি বোঝার জন্য পাশে ড্রাইভের সাইজ দেখলে বুঝতে পারবেন।এবার নীচের কমান্ডগুলো পর্যায়ক্রমিকভাবে লিখে এন্টার বাটন এ ক্লিক করুন।প্রতিটি লাইন কমান্ড লেখার পর এন্টার চাপুন।একসাথে লিখে এন্টার দিলে হবে না।যেহেতু,আমার পেন্ড্রাইভ ১ নাম্বারে দেয়া আছে তাই আমি SELECT DISK 1 লিখেছি।আপনারটি যদি ২ নাম্বারে দেখায় তাহলে SELECT DISK 2 দিবেন।

SELECT DISK 1
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
(পেন্ড্রাইভ ফরম্যাট হতে কিছুক্ষন সময় নিতে পারে। এটা পেন্ড্রাইভের সাইজের উপর নির্ভর করবে।)
ASSIGN
EXIT

pendrive windows install


কমান্ড প্রোম্পট এখনেই বন্ধ করবেন আরো একটু কাজ বাকী আছে।এবার আপনার উইন্ডোজ সেভেন বা এইট এর সিডি/ডিভিডিটি ড্রাইভে প্রবেশ করান এবং মাই কম্পিউটার থেকে পেন্ড্রাইভ এবং ডিভিডি ড্রাইভের লেটার লক্ষ্য করুন।যেমন, আমার কম্পিউটারে ডিভিডি ড্রাইভের লেটার “D” এবং পেন্ড্রাইভের লেটার “H”।তাহলে কমান্ড প্রোম্পট এ লিখুন,

D: CD BOOT
এন্টার বাটন চাপুন।এখানে “D” মানে আপনার ডিভিডি ড্রাইভের লেটার বোঝানো হচ্ছে।এবার নীচের কমান্ডটি লিখে এন্টার বাটন চাপুন।

CD BOOT

এখন আপনার পেন্ড্রাইভে BOOTMGR মুডে করার জন্য নীচের কমান্ডটি লিখে এন্টার বাটনে ক্লিক করুন।
BOOTSECT.EXE /NT60 H:

এখানে “H” মানে পেন্ড্রাইভের লেটার বোঝানো হচ্ছে।
উইন্ডোজ ইন্সটল

কমান্ড প্রোম্পট এর কাজ শেষ।এবার ডিভিডি ড্রাইভে থাকা উইন্ডোজের সিডি/ডিভিটি পুরোটি কপি করে পেন্ড্রাইভে পেষ্ট করুন।ব্যাস কাজ শেষ হলে পেন্ড্রাইভটি সেটাপ দেওয়ার উপযোগী হয়ে যাবে।এখন পেন্ড্রাইভটি কম্পিউটারে লাগালেই সেটাপ হওয়া শুরু হবে।
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Farhad Template | Farhad Template
Copyright © 2011. 24bdn - All Rights Reserved
Template Created by Creating Website Published by Farhad Template
Proudly powered by Blogger