Comment

Home » » জেনে নিন কে বা কারা তৈরী করচ্ছে কম্পিউটার ভাইরাস

জেনে নিন কে বা কারা তৈরী করচ্ছে কম্পিউটার ভাইরাস

Written By Unknown on Saturday, October 20, 2012 | 3:28 PM

আসসালামু আলাইকুম| সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন,আমিও ভাল আছি|
বর্তমান যুগ কম্পিউটারের যুগ| আর আমরা সবাই কম বেশি জানি ভাইরাস কি| কিন্তু জানি না কে বা কারা তৈরী করচ্ছে এ ভাইরাস? তবে এবার জানবে সবাই|
virus জেনে নিন কে বা কারা তৈরী করচ্ছে কম্পিউটার ভাইরাস ।
ভাইরাস কি?
কম্পিউটার ভাইরাস হল এক প্রকার ক্ষতিকর প্রোগ্রাম| যা কম্পিউটারের গুরুত্বপূর্ন ফাইলগুলোর মধ্যে নিজেদের অবস্থান করে নিতে পারে| এরা নিজে নিজে বংশ বিস্তার করে এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেম থেকে গুরুত্বপূর্ন ফাইল নষ্ট করে এমন কি সম্পূর্ন মুছে ফেলারও ক্ষমতা রাখে| কম্পিউটার ভাইরাস বিভিন্ন প্রকারের হয়ে থাকে| এটি বিভিন্ন মাধ্যমে যেমন-ইন্টারনেট,পেনড্রাইভ,সিডি,ডিভিডির মাধ্যমে আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারে এবং পরবর্তীকালে ফাইল বিনষ্টকারী সমস্ত কার্যক্রম নিজেদের মত করে অব্যাহত রাখে|
virus computer জেনে নিন কে বা কারা তৈরী করচ্ছে কম্পিউটার ভাইরাস ।
কম্পিউটার ভাইরাস নামক এ প্রোগ্রাম মানুষেরই সৃষ্টি| বিশ্বের সর্ব প্রথম আবিষ্কৃত ভাইরাস হলো “ব্রেইন”১৯৮৬ এটি পাকিস্তানে আবিষ্কৃত হয়| এটি ছিল একটি বুট সেক্টর ভাইরাস|
এক ধরনের মেধাবী প্রোগ্রামার আছে,যারা এ ধরনের ক্ষতিকর প্রোগ্রাম তৈরি করার কাজে নিজেদের নিয়োজিত রাখতে এবং অপরকে দুশ্চিন্তায় রাখতে পছন্দ করেন| ভাইরাস যারা তৈরি করে তাদের এক বড় অংশই তরুণ প্রোগ্রামার, তাই শখের বশবর্তী হয়ে কিংবা নিজেদের কর্মকে অতি দ্রুত পরিচিত করে তোলার প্রয়াস থেকেই তারা এ ধরনের হীন কর্ম করে থাকে|
9 reasons of virus maker জেনে নিন কে বা কারা তৈরী করচ্ছে কম্পিউটার ভাইরাস ।
তাছাড়া এ ধরনের প্রোগ্রামার ভাইরাসের মাধ্যমে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ফাইল থাকা কম্পিউটারগুলোর বড় ধরনের ক্ষতিসাধন করার মাধ্যমে দূর থেকে বেশ আনন্দ পায় এবং নিজেদের নিয়ে গর্ববোধ করে| কথনও কখনও অর্থের বিনিময়েও এ ধরনের কাজ করে থাকে|
আজ এ পর্যন্তই,সবাই ভাল থাকবেন এবং ভাল রাখার চেষ্টা করবেন আপনার পাশের মানুষটিকে|
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Farhad Template | Farhad Template
Copyright © 2011. 24bdn - All Rights Reserved
Template Created by Creating Website Published by Farhad Template
Proudly powered by Blogger