Comment

Home » » সংগ্রহে রাখার মত কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন

সংগ্রহে রাখার মত কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন

Written By Unknown on Saturday, October 20, 2012 | 4:00 PM



colegitarealblog 1333988878 26 gigapan28sep2007 সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
আন্তর্জালের বিশাল পরিধিতে রয়েছে লক্ষ লক্ষ ওয়েব সাইট। কিন্তু তাই বলে সাইটগুলো সবার জন্য উপযোগী সেটা তো নয়। আন্তর্জালে এরকম লক্ষ লক্ষ সাইটের গাদাগাদিতে থাকা নিজের পছন্দের সাইট খুঁজে পাওয়াটা সহজ ব্যাপার নয়। পছন্দের সাইট পেতে হলে নেটের এক প্রান্ত থেকে ওপর প্রান্তে ছোটাছুটি করতে হয়, এক সাইট থেকে অন্য সাইটে উঁকিঝুকি দিতে হয়। আবার সব সাইটে ভিজিট করা যে নিরাপদ এমনটিও ভাবা যায় না। যাহোক বিগত দিনগুলোতে আমি ভালো সাইটের আশায় আন্তর্জালের এদিক সেদিক বেড়িয়েছি। দোদুল্যমান অবস্থায় বেশ কিছু সাইটেও ভিজিট করেছি। সংগ্রহ করেছি আন্তর্জালের ভিন্ন ভিন্ন মেরুতে পরে থাকা আকর্ষনীয় ও উপযোগী বেশ কিছু সাইট। আজ আমার সেই সংগ্রহের সাইটগুলো এক কাতারে এনে আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় ব্লগারগণ, আশাকরি আপনারা আমার এই পোস্ট শেয়ার করার মধ্য দিয়ে আনন্দ লাভ করবেন।
MORONFACE
colegitarealblog 1333982133 1 fun সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
১. এটি একটি ফান সাইট। এই সাইটে আপনি যে কোনো ছবি এডিড করার পর সহজ পদ্ধতিতে ছবিটিকে বিকৃত করে আনন্দ উপভোগ করতে পারবেন।
http://www.moronface.com/
EASY GRAFFITY TEXT
colegitarealblog 1333982543 2 572989 সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
২. আপনার কি গ্রাফিটি টেক্স বা দেওয়ালের ছবি চাই ? তাহলে চলে আসুন এই সাইটে, এখানে হাজারো রকমের সুন্দর ডিজাইন রয়েছে যা অত্যান্ত সহজ পদ্ধতিতে প্রয়োগ করে আপনার পছন্দনীয় গ্রাফিটি টেক্স বা দেওয়ালের ছবি বানিয়ে আপনার বন্ধুদের অবাক করে দিতে পারবেন।
http://www.easygraffititext.com/
BEFUNKY
colegitarealblog 1333982748 3 befunky সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
৩. এই সাইটে আপনি নতুন ও পুরাতন ছবি এডিড করে ছবিতে অতি সহজে কার্টুনের প্রভাব দান করা সহ, পোট্রেট বানানো এবং নানা রকমের শৈলী কার্যে ব্যবহার করতে পারবেন।
http://www.befunky.com/
CLEVERBOT
colegitarealblog 1333983017 4 cleverbot twilight1 সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
৪.এই সাইটটিকে আরেক অর্থে নিঃসঙ্গের সঙ্গী বলা যেতে পারে। যদি আপনার কখনও নিজেকে নিঃসঙ্গ বা একাকিত্ব মনে হয় তাহলে বিজ্ঞানের এই মহান আবিষ্কার ক্লেভার্বট সাইটটিতে চলে যান। ক্লেভার্বত এমন একটি ভার্চুয়াল চরিত্র যার সাথে আপনি নিজের উদাস ভাব কাটাতে ইচ্ছানুযায়ী কথা বলা ও কথোপকথন চালিয়ে নিতে পারবেন।
http://www.cleverbot.com/
TUMBLR
colegitarealblog 1333983179 5 tumblr সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
৫. জনপ্রিয় সাইড টাম্ব্লারকে নিয়ে বিস্তারিত লেখার কিছুই নেই। এই সাইডে আপনি সব রকমের ছবি আপলোড করা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ইউজারদের সাথে ছবি শেয়ার করা ,অন্যদের অনুসরণ করা, ব্যক্তি স্কোর শেয়ার করা এবং বিশ্বের অন্যান্য মানুষের সাথে পরিচয় এবং আলাপচারিতার মাধ্যমে তাদের জীবন ধারা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
https://www.tumblr.com/
CAN YOU RUN IT?
colegitarealblog 1333983356 6 can you run it সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
৬.আপনি যদি আপনার কম্পিউটারের সাহায্যে খেলাধুলা করে থাকেন, আর সেই খেলাটি আপনার সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি জানতে হলে এই সাইটটিতে ভিজিট করুন।
http://cyri.systemrequirementslab.com/CYRI/
LOQUEANDO
colegitarealblog 1333983581 7 img 149086 সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
৭. লোকেন্ডো একটি উন্নতমানের ভয়েস এমুলেটর। এখানে যে কোনো টেক্স খুবই ভালো মানের শব্দের সাহায্যে সাবলীল ভাষায় শোনানো যায়।
http://www.loquendo.com/en/
RED DODO
colegitarealblog 1333983782 8 Red Dodo সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
৮.আপনার পছন্দের ওয়ালপেপার বানানোর জন্য এই সাইটটিতে হাজারো ডিজাইন সম্পূর্ণ বিনামূল্যে দেয়া আছে।
http://reddodo.com/
Empressr
colegitarealblog 1333983993 9 1855e5fc68879919731d65100f515b1d সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
৯. আপনি এম্প্রেসর এ দেয়া সরঞ্জাম এর সাহায্যে পছন্দসই ডিজাইন প্রয়োগ করে চমৎকার স্লাইড এবং উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন ধরনের শৈলী সৃষ্টি করতে পারবেন এবং বিশ্বের অন্যান্যদের সাথে সেটা শেয়ারও করতে পারবেন।
http://www.empressr.com/Default.aspx
TAAZ
colegitarealblog 1333984130 10 taaz3 সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
১০. আপনি কি চুল কাটাতে যাচ্ছেন? আপনার চুল কেমন কাটা হবে এবং চুল কাটার পর কেমন দেখাবে সেটা নরসুন্দরের কাছে যাবার আগে এই সাইটের কৃপায় ভার্চুয়ালি দেখে নিতে পারবেন।
http://www.taaz.com/
GAMES FOR THE BRIAN
colegitarealblog 1333984498 11 game for brain সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
১১. অবসর সময় কাটানোর জন্য অত্যান্ত উপযোগী একটি খেলার সাইট।
http://www.gamesforthebrain.com/
LOGOEASE
colegitarealblog 1333984801 12 logo সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
১২. এটি একটি আদর্শ সাইট যেখান থেকে দ্রুত ও সহজভাবে ব্যবহার করার জন্য আপনার লোগোটি তৈরী করতে পারবেন।
http://www.logoease.com/
GIFMAKE
colegitarealblog 1333984955 13 gifmake সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
১৩. এই সাইটের এমন বিশেষত্ব রয়েছে যেখানে আপনি কোনো কিছু আপলোড না করেই আপনার উপযোগী গিফস পেজ তৈরী করতে পারবেন।
http://gifmake.com/
অপর একটি গিফস সাইট।
colegitarealblog 1334000205 2 gif2 সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
http://giftube.com/
১৪. বিনামূল্যে বই ও ম্যাগাজিন পড়ুন।
colegitarealblog 1333985308 14 el poder de los libros সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
a. http://www.ebook3000.com/
b. http://worldmags.net/
১৫ . ব্যানার বানাতে চাইলে
colegitarealblog 1333985482 15 bannar সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
http://www.weeworld.com/
১৬. যেকোনো ফাইল খুলতে চাইলে এই সাইটের সাহায্যে নিন।
colegitarealblog 1333986462 16 xxxxxxxxxxx সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
http://www.viewdocsonline.com/
১৭. অনলাইনে বিনামূল্যে ২০১২ সালের মুভি দেখার সাইট।
colegitarealblog 1333986556 17 562760 361845340527617 100001064632191 1164291 1426347454 n সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
http://www.movicer.com/
১৮.প্রিমিয়াম অ্যাকাউন্ট
colegitarealblog 1333986668 18 preminu সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
http://allpremiumaccount.blogspot.com.es/
১৯. পছন্দের ফন্ট ডাউনলোড করুন ।
a. http://www.highfonts.com/default.aspx
b. http://www.myfonts.com/
c. http://www.acidfonts.com/
d. http://www.fonts2u.com/
e. http://www.fontex.org/
f. http://www.ultimatefontdownload.com/
g. http://www.fontstock.net/
২০.ফেইল(বিফল )
colegitarealblog 1333987461 20 fail 2 সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
a. http://www.failblog.org
b. http://www.epicfail.com/
২১. অনলাইনে ঘুমানোর মিউজিক।
colegitarealblog 1333987953 21 s সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
a. http://www.rainymood.com/
b. http://www.soundsleeping.com/index.php
c. http://www.whitenoiseplayer.com/
d. http://www.napsounds.com/
২২ .অনলাইন এল্যার্ম ।
colegitarealblog 1333988204 22 8851C967C সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
http://onlineclock.net/
২৩. অন লাইনে রেডিও শুনুন ।
http://www.radionomy.com/en
২৪. অন লাইনে বিভিন্ন দেশের ভাষা শিখুন।
colegitarealblog 1333988432 23 FC1C27DF1 সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
http://www.palabea.com/
২৫. Gigapan
colegitarealblog 1333988574 24 gigapan28sep2007 সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
আকর্ষনীয় এই সাইটটিতে সামগ্রিক দৃশ্যের উপর এমন কিছু ছবি দেয়া আছে যা আপনি জুম নিয়ন্ত্রণ করে ছবির ভেতর সবকিছু খুঁজে পাবেন । তাছাড়া অনুসন্ধানের জন্য দেয়া শক্তিশালী সার্চ ইঞ্জিন এর সাহায্যে আপনার পছন্দের শহর ও স্থান দেখতে পারবেন ।
http://www.gigapan.org/
WEBMAIZER
colegitarealblog 1333988700 25 WebMaizer similar a StumbleUpon navegar aleatoriamente por sitios interesantes সংগ্রহে  রাখার মত  কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট বিনামূল্যে সংগ্রহে রাখুন
২৬. এই সাইটে আপনি ফটো আপলোড করা থেকে শুরু করে, অনলাইনে খেলা, কৌতুকপূর্ণ মজার ভিডিও আপলোড এবং শেয়ার করতে পারবেন।
http://www.webmaizer.com/

কষ্ট ও ধৈর্য্য সহকারে টিউন দেখার জন্য ধন্যবাদ।
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Farhad Template | Farhad Template
Copyright © 2011. 24bdn - All Rights Reserved
Template Created by Creating Website Published by Farhad Template
Proudly powered by Blogger