সবাই আমার সালাম/নমস্কার নিবেন। আশা করি
সবাই ভালো আছেন!!!!!!! টিউনারপেজে এটি আমার প্রথম পোস্ট তাই ভুল ত্রুটি হলে
ক্ষমা করবেন। আজকে আমি একটি মিনি টিপস শেয়ার করব। টিপস হয়ত অনেকে
জানেন!! কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই টিউন
। তো চলুন শুরু করি
।


ফেজবুকে মোবাইল ফোন নাম্বার যোগ করলে আপনার
ফেজবুক অ্যাকাউন্ট যদি কখনো চুরি হয়ে যায়, তাহলে মোবাইল নাম্বার দিয়ে
তা উদ্বার করতে পাড়বেন। আবার আপনি ইচ্ছা করলে ফেসবুকের খবর বা
নোটিফিকেশনগুলো পেতে পারেন বিনা মূল্যে। এ জন্য প্রথমে ওপরে ডান পাশের
Account থেকে Account settings-এ গিয়ে বাঁ পাশ থেকে Mobile-এ ক্লিক করুন।
এখন Add a phone লিংকে ক্লিক করুন। নতুন উইন্ডোজ এলে Mobile carrier-এ
বাংলালিংক, সিটিসেল , গ্রামীণফোন,এয়ারটেল বা রবি নির্বাচন কেও Next-এ
ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারটি ফেজবুক প্রোফাইলে যোগ করতে না চাইলে
Add this phone number to my profile বক্স থেকে টিক চিহ্নটি তুলে দিন।
আপনার মোবাইল থেকে F লিখে ৩২৬৬৫-এ মেসেজ দিন। ফিরতি মেসেজে আপনার কাছে একটি
কোড আসবে। সেটি কোড বক্সে লিখে Next-এ ক্লিক করুন।

সমস্যা হলে উপরের ছবিটি দেখুন আর ছবি অনুযায়ী কাজ করুণ
।

0 comments:
Post a Comment