Comment

Home » » এবার গুগলে | গুগল ম্যাজিক+৩টি মজাদার জোকস্ । না দেখলে মিস!!!

এবার গুগলে | গুগল ম্যাজিক+৩টি মজাদার জোকস্ । না দেখলে মিস!!!

Written By Unknown on Saturday, October 20, 2012 | 2:24 PM



google এবার গুগলে | গুগল ম্যাজিক+৩টি মজাদার জোকস্ । না দেখলে মিস!!!গুগল নিয়ে মজা করার অনেকেই অনেক পোষ্ট দিয়েছেন… কিন্তু সব গুলোতেই কোন না কোন জাভাস্ক্রিপ্ট অথবা থার্ডপার্টি ওয়েবসাইটের ব্যবহার করতে হয়। কিন্তু আমার এই মজাটি সম্পূর্ন ভিন্ন ধরনের।
www.google.com এ যান এবং টাইপ করুন অথবা এখান থেকে কপি পেষ্ট করুন do a barrel roll এবং সার্চ দিন।
এবার বলুন কেমন মজা লাগলো??
বোনাসঃ
———
এবার 900000000..90000000000 লিখে সার্চ করুন icon razz এবার গুগলে | গুগল ম্যাজিক+৩টি মজাদার জোকস্ । না দেখলে মিস!!!
এবার tilt লিখে সার্চ করুন ….
নিচের গুলোতে লিংকে ক্লিক করলেই মজা পাবেন।
Google Sphere
Epic Google 
Google Gravity
Google Loco 
Google Pacman
Google Guitar
Google Pirate
গুগল ট্রিকসগুলো তো দেখলেন, নিশ্চয়ই মজাও পেয়েছেন। এখন আপনার মজাকে একটু বাড়িয়ে ওেয়ার জন্য রয়েছে ৩টি জোকস। দেরি না করে পড়ে ফেলুন!!
১.
চান্দু গেলো “কে হতে চায় কোটিপতি” অনুষ্ঠানে!!
১০০০ টাকার জন্য চান্দুকে প্রশ্ন
করা হলঃ আপনার বাবার নাম কি??
অপশনগুলো হচ্ছে,
A. Amir Khan.
B. Shah Rukh Khan.
C. মখলেস মিয়াঁ
D. Sachin Tendulkar.
চান্দু অনেকক্ষণ ভাবার পর
বললঃ আমি লাইফ লাইন নিতে চাই। ৫০-৫০ দুটো অপশন মুছে গেলো, রইলঃC. মখলেস মিয়াঁ
D. Sachin Tendulkar. চান্দু তবুও নিশ্চিত নয়। বলল,
আমি দর্শকদের সাহায্য নিতে চাই।
দর্শক ভোটিং এর রেসাল্টঃ
C. মখলেস মিয়াঁ (৮০%)
D. Sachin Tendulkar. (২০%)
চান্দু এবারো নিশ্চিত নয়। বলল,
আমি আমার শেষ অপশন ফোন ফ্রেন্ড ব্যাবহার করতে চাই।
উপস্থাপকঃ আপনি কাকে ফোন
করতে চান?
চান্দুঃ আমার বাবা, জনাব মখলেস মিয়াঁকে.. icon razz এবার গুগলে | গুগল ম্যাজিক+৩টি মজাদার জোকস্ । না দেখলে মিস!!! icon razz এবার গুগলে | গুগল ম্যাজিক+৩টি মজাদার জোকস্ । না দেখলে মিস!!!
২.
শিক্ষকঃ জহির বলতো,শিক্ষকের
স্থান কোথায়?
জহিরঃ আমার পিছনে স্যার।
শিক্ষকঃ শিক্ষকদের শ্রদ্ধা করতে শেখোনি। তোমার কিছুই হবে না!
.
.
.
.
.
জহিরঃ কেন স্যার? আমার
বাবা তো প্রায়ই বলেন,তোর
পিছনে এত শিক্ষক লাগালাম তবুও
তুই পাশ করতে পারলিনা !!!!! icon razz এবার গুগলে | গুগল ম্যাজিক+৩টি মজাদার জোকস্ । না দেখলে মিস!!!
৩.
এক লোক একটা অভিজাত রেষ্টুরেন্টে ঢুকে দেখল তিনটা দরজা…১ম দরজায় লিখাঃ চাইনিজ
খাবার
২য় দরজায় লিখাঃ বাঙালী খাবার
৩য় দরজায় লিখাঃ ইংরেজ
খাবার লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায়
ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন….
১ম দরজায় লিখাঃ বাড়ি নিয়া খাইবেন
২য় দরজায় লিখাঃ হোটেলে খাইবেনলোকটি হোটেলে খেতে চেয়েছিল তাই হোটেলে খাইবেন লিখা দরজায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন… ১ম দরজায় লেখাঃ এসি
২য় দরজায় লেখাঃ নন
এসি
লোকটি এসি রুমে খেতে চেয়েছিল
তাই সে এসি লিখা দরজাটায়
ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন….
১ম দরজায় লিখাঃ ক্যাশ
খাইবেন
২য় দরজায় লিখাঃ বাকি খাইবেন
লোকটি ভাবল বাকি খেলেই
ভাল হয় তাই সে বাকি খাবেন
দরজা টা খুলে বেরোতেই সে নিজকে রাস্তার মধ্যে পেল। icon razz এবার গুগলে | গুগল ম্যাজিক+৩টি মজাদার জোকস্ । না দেখলে মিস!!!
আমার পোস্ট আর জোকসগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।
ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন।
বরাবরের মত ভাল থাকবেন।
আর ছন্দটা কেমন হল কমেন্ট করে জানাবেন। icon biggrin এবার গুগলে | গুগল ম্যাজিক+৩টি মজাদার জোকস্ । না দেখলে মিস!!!
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Farhad Template | Farhad Template
Copyright © 2011. 24bdn - All Rights Reserved
Template Created by Creating Website Published by Farhad Template
Proudly powered by Blogger