
আমার কাছে সি.এম.এস গুলোর মধ্যে ওয়ার্ডপ্রেসই সবচেয়ে ভাল লাগে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি ই-কমার্সসহ যেকোন ধরনের সাইট তৈরী করতে পাড়েন। ওয়ার্ডপ্রেসের রয়েছে হাজার হাজার ফ্রি থীম ও প্লাগইন।
২। জুমলা:
জুমলাও কিন্তু কোন অংশে কম নয়। জুমলার মাধ্যমে খুবই সহজে ই-কমার্স সাইট তৈরী করা সম্ভব। জুমলার যেসব ফিচার রয়েছে সেগুলো ই-কমার্স সাইট তৈরীর জন্য খুব বেশী ফ্রেন্ডলী।
৩। ম্যাজেন্টো:
বর্তমানে যেসব সি.এম.এস বেশী ব্যবহার হয়ে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাজেন্টো। ২০০৮ এর দিকে এই ফ্রি সি.এম.এস টির যাত্রা শুরু হয়। ম্যাজেন্টোর মার্কেটপ্লেসে অনেক ফ্রি এবং প্রিমিয়াম থীম ও প্লাগইন পাওয়া যায়, যার মাধ্যমে ই-কমার্স সাইট তৈরী করা খুব সহজ।
৪। জেন-কার্ট:
ওপেন সোর্স সি.এম.এস যারা ব্যবহার করেন তাদের অনেকেই জেন-কার্ট খুব পছন্দ করেন। জেন-কার্ট কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সকল সুবিধাই বিনামূল্যে পাওয়া যায়।
৫। ওএসকমার্স:
এখন যেসব ষ্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে ওপেন সোর্স কমার্স বা ওএসকমার্স অন্যতম। ওএসকমার্সসের মার্কেটপ্লেসে রয়েছে হাজার হাজার ফ্রি প্লাগইন যা আপনার সাইটের সৌন্দর্য্ বৃদ্ধিতে অনেক সহায়তা করতে পারে।
0 comments:
Post a Comment