Comment

Home » » Easy Spamming v1.0 : আমার পাবলিশ করা প্রথম সফটওয়্যার

Easy Spamming v1.0 : আমার পাবলিশ করা প্রথম সফটওয়্যার

Written By Unknown on Sunday, October 21, 2012 | 3:43 AM

সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমার প্রথম ডেভেলপ করা একটা সফটওয়্যার পরিচয় করিয়ে দিব। যদিও সফটওয়্যারটা খুবই ছোট কিন্তু কাজের। সফটওয়্যারটির নাম “Easy Spamming” । এর প্রথম ভার্সন রিলিজ করা হল। একদম সাদামাটা একটি সফটওয়্যার। সহজ ইন্টারফেস। যেকেউ খুব সহজেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে। এটি মুলত একটা flood সফটওয়্যার। অর্থাৎ যেকাউকে একটা মেসেজ বারবার পাঠাতে এইটা ব্যবহার করা হয়। অনেকেই হয়ত সফটওয়্যারটির প্রকৃতি বুঝতে পারেন নি। আমি অনুরোধ করব সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করার জন্য। তাহলেই বুঝতে পারবেন। আমি ভিডিও টিউটোরিয়াল অ্যাড করে দিব। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।

চলুন সফটওয়্যারটির স্ক্রীনশট দেখি।

easyspamming Easy Spamming v1.0 : আমার পাবলিশ করা প্রথম সফটওয়্যার

উপরের উইন্ডোর টেক্সটবক্সে যেকন মেসেজ লিখে স্টার্ট দিন। এবার যেকোন জায়গায় যেমন নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড অথবা আপনার ফ্রেন্ডের চ্যাট উইন্ডোতে মাউস রাখলে মেসেজ যেতে থাকবে। যতক্ষণ স্টপ না করবেন ততক্ষণ মেসেজ যেতেই থাকবে। আপনারা হয়তবা কোন interest পাচ্ছেন না। কিন্তু আমি বলব একবার ব্যবহার করে দেখেন।

ডাউনলোড লিঙ্ক


সফটওয়্যারটি মূলত আমি মজা করেই বানিয়েছি। তাই আহামরি কিছু হয় নি। কিন্তু আমি আরও কিছু সফটওয়্যার বানাচ্ছি যা কিছুটা ভিন্ন।
ফেসবুকে আমিঃ www.facebook.com/dr.10c41h05t
আপনাদের বুঝার সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল অ্যাড করে দিলাম। আপনাদের মতামত জানাবেন।
http://www.youtube.com/watch?v=evJlNSIlELQ
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Farhad Template | Farhad Template
Copyright © 2011. 24bdn - All Rights Reserved
Template Created by Creating Website Published by Farhad Template
Proudly powered by Blogger