
আমরা সবসময় যে কোন কিছু ফ্রী পেতে চাই ।এমন কি ফ্রী তে দিলেও ভাল হয়। আমাদের প্রায় সকলেরেই মোবাইল ফোন রয়েছে তাই না আমরা মাঝে মাঝে চিন্তা করি যে ইস যদি ফ্রী এসএমএস পাঠাতে পারতাম তাহলে কত ভাল হত! এবং কি যাদের ব্লগ বা সাইট রয়েছে তারাও ভাবে যে আমি যদি আমারই ব্লগ/সাইট থেকে UNKNOWN নাম্বার ব্যবহার করে কাউ কে মেসেজ পাঠাতে পারলে খুব ভাল হত! এতে করে আমার গোপনীয়তা থাকত ।
যাই হোক না কেন আজ আমি যা আপনাদের দিতে যাচ্ছি তা হল এইটা যে আপনি আপনার ব্লগ বা সাইট এ কিভাবে ফ্রী এসএমএস SEND Gadget লাগাবেন।
তাহলে চলুন শুরু করা যাক।আমি শুধু এখানে ব্লগার এর সেটিং সিস্টেম টা দেখালাম।
১ প্রথমে আপনার ব্লগার একাউন্ট এ লগিন করুন
২ এরপর pageelements এ যান এবং dashboard এ যান ।
৩ এরপর Layout এ যান । নিম্নের চিত্রটি দেখুন

৪ এরপর Add a gadget এ ক্লিক করুন
৫ তারপর HTML/JavaScript এ ক্লিক করুন এবং টাইটেল এ আপনার পছন্দ মত নাম দিন আর Content এ নিম্নের দেওয়া Code গুলো কপি করে পেস্ট করুন। এরপর
Save এ ক্লিক করে Save করুন ।
কোড গুলো হল
<script language=’Javascript’>
<!–
document.write(unescape(‘%3C%69%66%72%61%6D%65%20%73%72%63%3D%22%68%74%74%70%3A%2F%2F%73%6C%69%64%65%73%6D%73%2E%63%6F%6D%2F%62%65%74%61%2F%77%69%64%67%65%74%2F%77%69%64%67%65%74%2E%70%68%70%22%20%77%69%64%74%68%3D%22%33%31%35%22%20%68%65%69%67%68%74%3D%22%32%38%30%22%20%73%63%72%6F%6C%6C%69%6E%67%3D%22%6E%6F%22%20%66%72%61%6D%65%62%6F%72%64%65%72%3D%22%30%22%3E%3C%2F%69%66%72%61%6D%65%3E’));
//–>
</script>
বেশ হয়ে গেল আপনার ব্লগ এ ফ্রী এসএমএস পাঠানোর Gadget । এখন আপনি ইচ্ছে করলেই আপনার বন্ধুকে পাঠাতে পারেন ফ্রী এসএমএস তাও আবার অজানা নাম্বার থেকে । মনে রাখবেন এসএমএস দেওয়ার সময় অবশ্যই নাম্বার এর আগে ০০ বসাবেন এরপর কান্ট্রি কোড তারপর কাঙ্ক্ষিত নাম্বার।
তাহলে আজ আসি আবার কথা হবে পরবর্তী পোষ্ট এ। ভাল থাকুন এবং বন্ধু/বান্ধবী কে পাঠান আনলিমিটেড ফ্রী এসএমএস।
এই টিউন টি আপনারদের যদি ভাল লেগে থাকে তবে অবশ্যই ভাল কমেন্ট করবেন।
0 comments:
Post a Comment