সকল টিজে ভাই-বোনদের জন্য আমার সালাম ও আন্তরিক ভালবাসা রইল। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সাথে আমি যে পোষ্টি শেয়ার করছি তা হচ্ছে Portable “Speedy Fox”। আশা করি অনেকেই এটার সাথে পরিচিত এবং ব্যবহার করে থাকবেন। যারা নতুন কিংবা এই সফ্টওয়ারের সাথে পরিচিত নন, এই পোষ্টি কেবল তাদের জন্য। আমরা কম-বেশী সবাই ব্রাউজারের স্পিড নিয়ে মহা ঝামেলায় পরি, বিষেষ করে মজিলা ফায়ারফক্স। তাই আপনি ইচ্ছা করলে এক নিমিষেই বাড়িয়ে নিতে পারেন আপনার ফায়ারফক্সের স্পিড, কোন ঝামেলা ছাড়াই কেবল এক ক্লিকে-১০০% কাজ হবে ইনশাল্লাহ্।
নিচের স্ক্রিন শর্টটি দেখুন। আপনার ব্রাউজার বন্ধকরে “Speedy Fox” ওপেন করে Optimize বাটনে ক্লিক করুন,আপনার কাজ শেষ অল্প কয়েক সেকেন্ডের মধ্যে Optimize হয়ে আপনার ব্রাউজার নতুন উদ্যমে কাজ করতে প্রস্তুত। ভাল লাগলে কমেন্টস্ করবেন——-। আজ এই পর্যন্ত, ভাল থাকুন সুস্থ থাকুন – আল্লাহ্ হাফেজ।

0 comments:
Post a Comment