Comment

Home » » একটি কার্যকরী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিজ সাইটের ব্যাকলিংক করুন

একটি কার্যকরী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিজ সাইটের ব্যাকলিংক করুন

Written By Unknown on Saturday, October 20, 2012 | 2:58 PM



Backlink একটি কার্যকরী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিজ সাইটের ব্যাকলিংক করুনসালাম সকল ভাইদের। আসা অক্রি সকলে ভাল আছেন এবং নিয়মিত আমার ব্লগ পড়ছেন। আজকে ওয়েব ডেভলপেরদের জন্য জেনে রাখা এবং মনে রাখার মত কিছু কার্যকরী টিপস নিয়ে এসেছি। আসা করি আপনাদের ভাল লাগবে। আমরা যারা ব্লগিং করি বা ফ্রিল্যান্সিং করি তারা সবাই জানি ওয়েবসাইট প্রমোটের জন্য কীওয়ার্ডভিত্তিক ব্যাকলিংক কতটা জরুরী। আর এ ব্যাকলিংক যদি ভাল পেজ র‌্যাংক সমৃদ্ধ ওয়েবসাইটে করা যায় তাহলে তো সোনায় সোহাগা। দিনকয়েক আগে ব্যাকলিংকের তৈরীর জন্য খুবই ফলপ্রসু একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে পারলাম। তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আমরা এ সার্চ ইঞ্জিনে যদি আমরা বিষয়ভিত্তিক যেমন; ‍.edu blog এর জন্য সার্চ দেই তাহলে এটি গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে অসংখ্য ‍SEO সম্পর্কিত .edu ব্লগ সার্চ রেজাল্টে প্রদর্শন করবে।
Backlink একটি কার্যকরী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিজ সাইটের ব্যাকলিংক করুন
যেগুলি থেকে আপনি প্রচুর পরিমান ব্যাকলিংক তৈরী করতে পারবেন। অথবা, আপনি চাইলেন বিশেষ কোন নিস বা কিওয়ার্ড, যেমন-মোবাইল রিলেটেড সাইটে ব্যাকলিংক দিবেন, উক্ত কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন কাঙ্খিত রেজাল্ট। তো বন্ধুগণ এবার কোন কথা হবেনা, শুধু ব্যাকলিংক হবে…..।

সার্চ ইঞ্জিনটির আ্যড্রেস: http://dropmylink.com/

Share this article :

1 comment:

 
Support : Creating Website | Farhad Template | Farhad Template
Copyright © 2011. 24bdn - All Rights Reserved
Template Created by Creating Website Published by Farhad Template
Proudly powered by Blogger