সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা
করি সবাই ভালো আছেন ???? আজ হাজির হলাম আরেকটি ফালতু ছোট পোস্ট নিয়ে।
এক্সপার্ট ভাইরা দেখবেন না
চোখ বন্ধ কইরা রাখবেন
এগুলো নতুনদের জন্য
। আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার/প্রোগ্রাম স্টার্ট মেনু থেকে ওপেন
করে থাকি। কিন্তু কম্পিউটার এ অনেক সফটওয়্যার/প্রোগ্রাম থাকলে খুজে ওপেন
করতে কষ্ট লাগে :p। তাছাড়া সময়ও একটু বেশী লাগে। এই কাজটি কীবোর্ড ধারা
করলে কিছুটা সময় বাজবে। তাই আজ দেখাব কিভাবে কীবোর্ড এর সাহায্যে
প্রোগ্রাম/সফটওয়্যার ওপেন করা যায় অতি সহজে। তাহলে আর কথা বাড়িয়ে লাভ
নেই চলুন কাজ শুরু করি :p।



প্রথমে যে প্রোগ্রামটি কীবোর্ড দিয়ে ওপেন
করতে চান সে প্রোগ্রামটির লোকেশনে গিয়ে প্রোগ্রামটিতে রাইট বোটম ক্লিক করে
Properties এ ক্লিক করুন + চিত্র অনুযায়ী কাজ গুলো করুন।
তারপর Shortcut থেকে Shortcut key এর ঘরে
ইচ্ছামত কী চাপুন যে কী দিয়ে আপনি কীবোর্ড দিয়ে প্রোগ্রাম/সফটওয়্যার
ওপেন করতে চান সবশেষে Ok তে ক্লিক করুন + চিত্র অনুযায়ী কাজ গুলো করুন।
বাস তাহলেই কাজ শেষ
।

{বিঃদ্রঃ আবার এটি বাদ দেওয়ার জন্য ১নং
চিত্র অনুযায়ী কাজ করুন তারপর Shortcut থেকে Shortcut key এর ঘরে মাউসে
চাপ দিয়ে কীবোর্ড থেকে Back Space অথবা Delete চাপুন পরে Ok তে ক্লিক
করুন।}
0 comments:
Post a Comment