Comment

Home » » কি-বোর্ড যখন CPU-র পাওয়ার বাটন

কি-বোর্ড যখন CPU-র পাওয়ার বাটন

Written By Unknown on Saturday, October 20, 2012 | 3:50 PM

1116 300x68 কি বোর্ড  যখন CPU র পাওয়ার বাটনকি বোর্ড যখন CPU-র পাওয়ার বাটন শিরোনাম দেখে অনেকে বলতে পারেন কি বোর্ড আবার পাওয়ার বাটন হবে কিভাবে। কিন্তু হ্যা কি বোর্ড এর যে কোনো চাবি বা কি আপনার CPU – র পাওয়ার বাটন সামান্য একটু কমান্ড প্রয়োগ  করে তৈরী করতে পারেন । শত ব্যস্ততার মাঝে আপনাদের সাড়া পেয়েও আনন্দিত হচ্ছি । ইচ্ছে করছে আপনাদের সাথে কিছু লেখা ভাগাভাগি করব। আর কথা না বারিয়ে এবার কাজের কথায় আসি কিভাবে কাজ করতে হয়।
কম্পিউটার চালু করতে আমরা সাধারণত CPU-এর পাওয়ার বাটন চেপে চালু করি । কিন্তু CPU-র পাওয়ার বাটনে সমস্যা ! তাতে কি হল উপায় আছে । আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে সহজেই কম্পিউটার চালু করতে পারি । এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন চেপে Bios-এ প্রবেশ করুন ।
তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power on my keyboard নির্বাচন করে Enter দিন। Password নির্বাচন করে Enter দিন। Enter Password-এ কোনো একটি কি পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করতে পারেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য । তবে অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতি পাওয়া যেতে পারে ।
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Farhad Template | Farhad Template
Copyright © 2011. 24bdn - All Rights Reserved
Template Created by Creating Website Published by Farhad Template
Proudly powered by Blogger